Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

ভৌগলিক পরিচিতিঃ

                   বাউফল উপজেলা  বাংলাদেশের সাগর কন্যা পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী একটি নন্দিত জনপদ হিসেবে পরিচিত। জেলা সদর থেকে মাত্র ৩০ কিঃমিঃ দূরে  অবস্থিত।

                    এ উপজেলায় বিখ্যাত কালাইয়া কমলা রানীর দীঘি রয়েছে।

 

             

আয়তনঃবাউফল উপজেলার আয়তন ৪৮৭  বর্গ কিঃমিঃ এবং ০১ ( একটি) টি পুলিশ ষ্টেশন নিয়ে গঠিত।  ইউনিয়ন পরিষদের সংখ্যা ১৪ টি।  মোট ওয়ার্ড সংখ্যা ১২৬ টি, গ্রাম ১৪৭টি, মহল্লা ১৩৫টি। বাউফল উপজেলার অন্তর্ভূক্ত ্বাউফল পৌরসভা বর্তমানে বি গ্রেডে উন্নীত হয়েছে।

সীমাঃ

 

উত্তরে বাকেরগঞ্জ উপজেলা, পশ্চিমে বাকেরগঞ্জ, পটুয়াখালী সদর ও দুমকী উপজেলা, দক্ষিনে গলাচিপা ও দশমিনা উপজেলা এবং পূর্বে তেঁতুলিয়া নদী।