সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়, গ্রাম: মাঝপাড়া, পো: দ্বিপাশা, ইউনিয়ন: ৮ নং মদনপুরা, উপজেলা: বাউফল, পটুয়াখালী।স্থাপিত : ১৯৭২, বিদ্যালয়ের ধরন : মাধ্যমিক (বালক/বালিকা উভয়), শিফট- এক শিফট (দিবা)।
প্রতিষ্ঠাতা : জনাব মমিন উদ্দিন আহম্মেদ, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক : জনাব আবদুল মোমেন।
নিকটবর্তী কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক স্বদিচ্ছায় এলাকার ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে একটি গুনগত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অত্র প্রতিষ্ঠানের শুভ পদার্পন। প্রতিষ্ঠাকালীন সু-দক্ষ ০৭ (সাত) জন সম্মানিত শিক্ষক বৃন্দের নিরালস পরিশ্রমের ফলে প্রথম বছরেই এস.এস.সি পরীক্ষায় (১৯৭৪ সনে) সফলতা অর্জন করতে সক্ষম হয় যার ধারাবাহিকতা আজও চলমান। বিদ্যালয়টি শুরুতেই ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান শাখা সহ স্বীকৃতি প্রাপ্ত। বিদ্যালয়টি পটুয়াখালী জেলার মধ্যে স্ব-নামে পরিচিত একটি অন্যতম মাধ্যমিক বিদ্যালয়। লেখা পড়ার পাশাপাশি ক্রিয়া সাংস্কৃতিক সহ যাবতিয় সহশিক্ষা কার্যক্রমে উপজেলা, জেলা, বিভাগিয় ও জাতীয় পর্যায়ে কৃতিত্তের স্বাক্ষর রাখতে স্বক্ষম হয়েছে। অত্র বিদ্যালয়ের স্বীকৃতি ছাত্র-ছাত্রীবৃন্দ বিদ্যালয়টি অত্র এলাকায় শিক্ষা বিস্তারে পথিকৃত ।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
ইদ্রিস আহম্মেদ | 0 | acsumon@gmail.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|