Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ (শুধুমাত্র প্রত্যন্ত অঞ্চলের জন্য)
বিস্তারিত

পটুয়াখালী জেলার ১৩ টি ইউনিয়নের জনসাধারণের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্পের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ খুবই স্বল্প মূল্যে (গ্রামে বসে শহরের চেয়েও কম মূল্যে) গ্রহণের জন্য নিচের আবেদন ফর্মটি পুরণ করে bappy.cant@gmail.com এ ই-মেইল করুন।উল্লেখ্য: পটুয়াখালী জেলায় ১৩ টি ইউনিয়নে সরকারিভাবে পপ/সার্ভার রুম স্থাপন করা হয়েছে।

বি: দ্র: যে ইউনিয়ন থেকে মোটামুটি কিছু আবেদন জমা পড়বে সেই ইউনিয়নে সবার আগে ইন্টারনেট সরবরাহের কাজ শুরু হবে। আবেদন জমা পরার পর আগ্রহী ISP প্রতিষ্ঠানদের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করা হবে।

ইউনিয়নসমূহে তালিকা নিম্নে দেওয়া হলো:

নিম্নের ইউনিয়নসমূহে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।

 

দুমকি উপজেলা (২ টি ইউনিয়ন)ইউনিয়নের নামঃ
১।লেবুখালি ইউনিয়ন

 

২।আঙ্গারিয়া ইউনিয়ন

বাউফল উপজেলা (২ টি ইউনিয়ন)ইউনিয়নের নামঃ
১।বগা ইউনিয়ন   

 

২।আদাবাড়িয়া ইউনিয়ন  

দশমিনা উপজেলা (৬ টি ইউনিয়ন)ইউনিয়নের নামঃ

 

১।দশমিনা সদর ইউনিয়ন

 

২।বেতাগী ইউনিয়ন

 

৩।আলীপুর ইউনিয়ন

 

৪।বাশবাড়িয়া ইউনিয়ন

 

৫।বহরাম্পুর ইউনিয়ন

 

৬।রনগপালদী ইউনিয়ন 

 

গলাচিপা উপজেলা (১ টি ইউনিয়ন)ইউনিয়নের নামঃ

১।আমখোলা ইউনিয়ন 

 

কলাপাড়া উপজেলা (২টি ইউনিয়ন) ইউনিয়নের নামঃ

১।টিয়াখালি ইউনিয়ন

 

২।নীলগঞ্জ ইউনিয়ন

 

প্রকাশের তারিখ
29/10/2019
আর্কাইভ তারিখ
31/12/2019