নদ-নদীঃ
বাউফল ভূ-খন্ডটি প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক বৈচিত্রে ছিল ভরপুর। সুনিবিড় অরণ্যানী, উদ্ভিদ-প্রাণী এবং নদীনালা, জলাশয় পূর্ণ এ অঞ্চলটি এর অংগকে সাজিয়ে তুলছিল সমৃদ্ধ সজ্জায়। বাউফলের পূর্বে বিশাল তেতুঁলিয়া নদী, পশ্চিমে খরস্রোত লোহালিয়া নদী ও উত্তর-পশ্চিমে কারখানা নদী বয়ে গেছে। এছাড়া উপজেলার মধ্যখানে ছোট-বড় অনেক নদী ও খাল রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস