Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ওয়ার্ড সমূহ
  • পৌরসভার সংক্ষিপ্ত বিবরন (৫০০ শব্দের মধ্যে)ঃ বাউফল পৌরসভা ২০০১ সালের ১০ই জুলাই প্রতিষ্ঠিত হয়। বাউফল উপজেলার ০৪টি ইউনিয়নের (বাউফল, মদনপুরা, নাজিরপুর, দাসপাড়া) ০৬ টি মৌজার সমন্বয়ে গঠিত।ইতিহাস ও ঐতিহ্যের দিক দিয়ে বাউফল পৌরসভার অন্যতম আকর্ষন বাউফল, বগা,ও কালাইয়া বন্দর। বরিশাল বিভাগের তথা দক্ষিনাঞ্চলের পটুয়াখালী ও বরগুনা জেলার পৌরসভাগুলোর মধ্যে বাউফল পৌরসভা পরিস্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে গ্রাফ মানচিত্রে ১ম স্থানে রয়েছে এবংবিভিন্ন প্রতিবেদন স্বাপেক্ষে জেলা পর্যায়ের স্যানিটেশন কমিটি বাউফল পৌরসভাকে ১০০% স্যানিটেশন কভারেজ এলাকা হিসাবে ঘোষনা করার সুপারিশ করেছেন। এছাড়া পৌরসভার দৈনন্দিন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন ও দ্রুত যোগাযোগের জন্য তিনটি কম্পিউটার ও একটি ফ্যাক্স মেশিন স্থাপন এবং ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে। পৌরবাসী যার সুফল ভোগ করেছেন।মহাপরিকল্পার অংশ হিসাবে পৌরসভাকে মাষ্টার প্লানের আওতায় আনায়নের লক্ষ্যে মাষ্টার প্লানের কাজ চলমান। পৌরসভায় মোট ৯ টি ওয়ার্ড রয়েছে ৷