বাউফল দক্ষিণবঙ্গের একটি আলোকিত ও নন্দিত জনপদ। এখানে প্রায় সাড়ে চার লক্ষ লোকের বাস। উপজেলার পূর্ব পাশ দিয়ে তেঁতুলিয়া নদী কুলকুল রবে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য সবাইকে মুগ্ধ করে। এখানে রয়েছে সুপ্রাচীন কমলারাণীর দীঘি, ঘসেটি বেগমের মসজিদ। রয়েছে বাংলার বাঘ শেরে বাংলা এ, কে, ফজলুল হকের পৈতৃক বাড়ী। এখানে আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে দক্ষিণ বাংলার অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যবাহী কালাইয়া বাজার, যেখানে প্রায় সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাওয়া যায়। এই অঞ্চলের মানুষ সুষ্ঠু সাংস্কৃতিক চর্চায় অভ্যস্ত। উপকূলীয় অঞ্চল বিধায় মানুষের জীবন-যাত্রার মান বেশ উন্নত না হলেও সময়ের সাথে চলনসই। উপজেলা প্রশাসন সরকার প্রতিশ্রুত প্রযুক্তিনির্ভর সেবা প্রদানে বদ্ধপরিকর। নিরন্তর শুভেচ্ছা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS